সরকারি আধিকারিকদের বিদেশ ভ্রমণে ফতোয়া জারি করল ইউনূস সরকার

ফাইল চিত্র

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবার সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করল। গত সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একমাত্র দেশের অত্যাবশ্যকীয় স্বার্থ ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এই নির্দেশিকা জারি করে। যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। অন্তর্বর্তী সরকারের এই নির্দেশিকার পিছনে ঠিক কোন উদ্দেশ্য কাজ করছে, তা নিয়ে জল্পনা বাড়ছে।

অনেকের ধারণা, দেশের অশান্ত পরিবেশ ও হিংসার ঘটনা দেশের বাইরে পাচার হয়ে যাওয়া, কিংবা ইউনূস সরকারের অরাজকতার বিরুদ্ধে মুখ খোলার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এছাড়া নতুন সরকারের গ্রহণ করা বিভিন্ন গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

ইতিমধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকার সত্যতা স্বীকার করে নিয়েছে। ইউনূস সরকারের ঘোষিত এই ‘ফতোয়া’য় ১৩ দফার নির্দেশিকায় জারি করা হয়েছে। সেই নির্দেশিকার চার নম্বরে বলা হয়েছে, ‘সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন।’


পাশাপাশি সাধারণত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তবে জাতীয় স্বার্থে যদি এই ধরনের ভ্রমণ একান্ত প্রয়োজন হয়, তাহলে সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। শুধু তাই নয়, সরকারি আধিকারিকদের বিদেশভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সেজন্য একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে। এজন্য আধিকারিকদের বিদেশ ভ্রমণের একটি তালিকা আগাম জানিয়ে রাখতে বলা হয়েছে।