আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ইউনূস একটি চিঠিতে ট্রাম্পকে লেখেন , ‘একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তি, সম্প্রীতি, স্থিতি এবং সমৃদ্ধির জন্য আপনার সহযোগিতা পেতে উন্মুখ।’ ইউনূস লেখেন, ‘আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে আমেরিকা উন্নতি করবে ও বিশ্ব জুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’ তাঁর কথায়, ‘বাংলাদেশ ও আমেরিকার পরস্পরের স্বার্থ বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাসে আবদ্ধ । দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং উন্নয়নের জন্য এক সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।’