তেহরান, ১৭ ফেব্রুয়ারি– গত কয়েক দশকের মধ্যে সব থেকে বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ইরানে৷ শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরে পরিবারের ১২ জন সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠল ইরানের এক যুবকের বিরুদ্ধে৷
পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরানের একটি গ্রামীণ এলাকায়৷ অভিযুক্ত যুবকের নাম প্রকাশ্যে আনা হয়নি৷ স্থানীয় সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের কেরমান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম হামিদি জানান, ৩০ বছর বয়সি এক যুবক তাঁর বাবা, ভাই-সহ পরিবারের বাকি সদস্যকে গুলি করে হত্যা করেছেন৷ কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেই এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত৷ বলে রাখা ভালো, ইরানে একমাত্র শিকারের কাজে ব্যবহূত হয় এমন রাইফেলই রাখার অনুমতি দেওয়া হয় নাগরিকদের৷ যা গ্রামীণ এলাকাগুলোতে স্বাভাবিক৷
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, গত কয়েক দশকে এই ধরনের হত্যাকাণ্ডে একসঙ্গে এতজন নিহত হননি৷ ২০২২ সালে এক কর্মী তাঁর অফিসের তিনকে গুলি করার পর আত্মঘাতী হয়েছিলেন৷ তাঁকে কর্মস্থল থেকে বরখাস্ত করা করা হয়েছিল৷ যার বদলা নিতে হত্যালীলা চালিয়েছিলেন ওই কর্মী৷ এর আগে ২০১৬ সালে এক যুবক তাঁর পরিবারের ১০ জনকে গুলি করেছিলেন৷