দক্ষিণ কোরিয়ার আইনসভা প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করল সেই দেশের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে শনিবার দ্বিতীয়বারের জন্য ইমপিচের প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। সেখানে ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন জনপ্রতিনিধি ইয়ুন সুক ইওলকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৮৫টি। ৩ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকেন এবং ৮টি ভোট বাতিল হয়ে যায়। তবে এখনই ইওলকে প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হবে না। এবার তাঁর অপসারণ বহাল রাখা হবে কিনা তা নিয়ে আলোচনা করবে সাংবিধানিক আদালত। এই পরিস্থিতিতে আগামী ১৮০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। আদালত যদি ইওলের বিরুদ্ধে রায় দেয়, তাহলে তিনি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ইমপিচড হবেন। এরপর ৬০ দিনের মধ্যে ফের দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।