লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত পাঁচ, ১৫০০ বাড়ি ভস্মীভূত

মঙ্গলবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বনে শুরু হওয়া আগুন এখন শহরের আবাসিক এলাকায় পৌঁছেছে। এটিকে রাজ্যের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। বুধবার আধিকারিকরা জানিয়েছেন, এই বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরটির আশপাশে এই আগুনে ১,৫০০টি ভবন ধ্বংস হয়ে গিয়েছে। ১ লক্ষেরও বেশি মানুষকে তাঁদের বাড়িঘর থেকে সরানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝোড়ো বাতাসের কারণে আগুন নেভানো অসম্ভব বলে মনে হচ্ছে এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

প্যাসিফিক প্যালিসেডসের এই আগুনে বুধবার বিকেল পর্যন্ত প্রায় ১৬,০০০ একর অর্থাৎ ৬,৫০০ হেক্টর বন পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বিলাসবহুল রিয়েল এস্টেটের একটি বিশাল অংশ পুড়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপণ প্রধান অ্যান্থনি ম্যারোন জানান, তিনি এর আগে কখনও এমন দুর্যোগ দেখেননি। তিনি বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু এটি পরিচালনা করার জন্য আমাদের সকল বিভাগে পর্যাপ্ত অগ্নিনির্বাপক কর্মী নেই।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি এখন খুবই খারাপ। এই আগুনের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। আগুন থেকে বেঁচে যাওয়া উইলিয়াম গঞ্জালেজ বলেন, আমার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আগুন আমাদের সব স্বপ্ন পুড়িয়ে দিয়েছে। কর্তৃপক্ষ আমাদের চলে যেতে বলেছে। আমরা ভোর ৩টায় চলে এসেছি।


দাবানলের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফর বাতিল করেছেন জো বাইডেন। তাঁর ইটালি যাওয়ার কথা ছিল। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে বাইডেন প্রশাসনকেই নিশানা করেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম বর্তমান পরিস্থিতির বিবরণ দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে, বড় নর্দমাগুলিতে প্রায় জল নেই।