• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারতের সঙ্গে সম্পর্ক অটুট, এই সমস্যাও সমাধান করব, গৌতম আদানি ইস্যুতে বার্তা হোয়াইট হাউসের

হোয়াইট হাউস জানিয়েছে,আদানি গ্রুপের চেয়ারম্যান এবং ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে করা অভিযোগ সম্পর্কে তারা ওয়াকিবহল।

আদানি ইস্যুতে এবার মুখ খুলল হোয়াইট হাউস। হোয়াইট হাউস জানিয়েছে, আদানি গ্রুপের চেয়ারম্যান এবং ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে করা অভিযোগ সম্পর্কে তারা ওয়াকিবহল। মার্কিন কৌঁসুলিরা অভিযোগ করেছেন, গৌতম আদানি এবং এই মামলায় আরও ৭ জন অভিযুক্ত অন্ধ্র প্রদেশের একজন উচ্চপদস্থ আধিকারিককে ১৭৫০ কোটি টাকা ঘুষ দিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন গৌতম আদানির ভাইপো সাগর আদানিও। ভারতের সবচেয়ে বড় সোলার প্রকল্পের চুক্তি পেতে আদানি গ্রুপ এই ঘুষ দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও আদানি গ্রুপ এই অভিযোগগুলি সম্পূর্ণ অস্বীকার করেছে, এগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। ভারত সরকারের আধিকারিকরা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

বৃহস্পতিবার একটি মিডিয়া ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের সাংবাদিকদের বলেন, প্রশাসন আদানির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত। নির্দিষ্ট তথ্যের জন্য আপনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।

ভারত ও আমেরিকার সম্পর্ককে শক্তিশালী বলে বর্ণনা করে জিন-পিয়ের বলেন, দুই দেশের সম্পর্ক একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা আত্মবিশ্বাসী যে আমরা এই সমস্যাটিকে একইভাবে সমাধান করব যেভাবে আমরা অন্যান্য সমস্যাগুলির মেটায়।

বৃহস্পতিবার আদানি গ্রুপ মার্কিন আদালতের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। আদানি গ্রুপের বক্তব্য, আদানি গ্রিনের পরিচালকদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন এবং আমরা সেগুলি প্রত্যাখ্যান করি।

এদিকে আদানিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা দাবি করছি আদানিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কিন্তু আমরা জানি তা হবে না কারণ মোদী তাঁকে রক্ষা করছেন। রাহুলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের জবাব, মার্কিন আদালতে উল্লিখিত চারটি রাজ্যে তখন বিজেপির সরকার ছিল না। বিজেপির মুখপাত্র এবং সাংসদ সম্বিত পাত্র বলেছেন, আইন আইনের পথে চলবে।