বাংলাদেশে ফের মন্দিরে হামলা, সরস্বতীর মূর্তি ভাঙচুর

বাংলাদেশে ফের মন্দিরে হামলার ঘটনা ঘটল। মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছেন, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এক পুলিশ আধিকারিকের দাবি, দেশকে পরিকল্পিত ভাবে অশান্ত করার লক্ষ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে সরস্বতীর প্রতিমা। বৃহস্পতিবার রাত ৯টার নাগাদ এই ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকারের অভিযোগ, মন্দিরের পুরোহিত পাশের বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। সেই সুযোগে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢোকেন। এরপর প্রতিমা ভাঙচুর করে তিনি পালিয়ে যান। বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, যাঁরা প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।


এদিকে মন্দিরে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছেন, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্প্রতি এক বাংলাদেশেরই এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, শেখ হাসিনার পতনের পর মাত্র ৫ মাসে ধ্বংস করা হয়েছে ১৩৩টি মন্দির।