মার্কিন সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম চক্রী তাহাউর রানা। ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর আদালতের আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। রানার সেই আবেদন নাকচ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। সোমবার জানানো হয়েছে, সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। ৬৪ বছরের রানা অসুস্থতার অজুহাত দিয়ে আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনপত্রে রানা লিখেছিলেন, ‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাবেন বলে আশঙ্কা করছি।’ প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা করা সেই আবেদন গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান খারিজ করে দেন।
প্রসঙ্গত, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাকে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছিল ভারত। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল আমেরিকার সুপ্রিম কোর্ট। আপাতত আমেরিকার জেলে রয়েছেন তাহাউর রানা। তাহাউর রানার আইনজীবীরা আদালতে জানান, তিনি একাধিক হার্ট অ্যাটাক, পার্কিনসনস ডিজিজ, ব্লাডার ক্যানসারের আশঙ্কা, স্টেজ ৩ ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। যদিও তাতে খুব একতা লাভ হয়নি।
পাকিস্তানের প্রাক্তন নাগরিক তাহাউর রানা পাক সেনার চিকিৎসক হিসেবে কাজ করতেন। পরে কানাডার নাগরিকত্ব পাওয়ায় সেখানে চলে যান। তদন্তে উঠে এসেছে, পাকিস্তান-জাত মার্কিন জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী ছিলেন তাহাউর রানা। লস্কর জঙ্গিদের সাহায্য করেছিল তাঁরা। সূত্রের খবর, রানা আশঙ্কা প্রকাশ করেছেন, ভারতে বিচার হলে তাঁকে প্রাণদণ্ডের মুখে পড়তে হতে পারে। সেই কারণেই আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে প্রত্যর্পণ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। সেই জন্যই বারংবার মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।
মুম্বই হামলায় নিহতদের তালিকায় ৬ মার্কিন নাগরিকও ছিলেন। ওই হামলার নেপথ্যে থাকা রানাকে ভারতে আনার লক্ষ্যে আমেরিকার কাছে আবেদন করেছিল নয়াদিল্লি। ভারতের যুক্তি ছিল, মুম্বই সন্ত্রাস হানায় যুক্ত থাকার অভিযোগে ভারতের মাটিতে তাঁর বিচার হওয়া প্রয়োজন। ভারতের দাবিকে চ্যালেঞ্জ করে বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাহাউর রানা। কিন্তু কোনও আদালতেই খুব একটা সুবিধে করতে পারেননি তিনি। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তাহাউরের প্রত্যাপর্ণ নিয়ে আশ্বাস দিয়েছিলেন খোদ ট্রাম্পও। তাঁকে ‘ভেরি ডেঞ্জারাস ম্যান’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতের অভিযোগ, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গিরা মুম্বইয়ে হামলা চালিয়েছিল। সেই হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন রানা। প্রায় দেড় দশক আগে রানাকে প্রত্যর্পণের জন্য আমেরিকার কাছে আবেদন জানিয়েছিল ভারত। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি নয়াদিল্লির। পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেপ্তার করেছিল আমেরিকার পুলিশ। প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে পাক জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।