ইউক্রেন যুদ্ধের বলি মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনাউড

accident

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিহত মার্কিন সাংবাদিক। এমনই দাবি ইউক্রেন সরকারের। এদিন ক্যাভ-এর শহরতলি ইরপিনে মৃত্যু হয় ভিডিয়ো জার্নালিস্ট ব্রেন্ট রেনাউডের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক সাংবাদিক।

সরকার রবিবার ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ইউক্রেনের জানিয়েছে, যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওই সাংবাদিক।

ইউক্রেন যুদ্ধের বলি মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনাউড (Photo-SNS)

জানা গিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে যুক্ত ছিলেন ব্রেন্ট যদিও মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের অ্যাসাইনমেন্টের জন্য ইউক্রেনে যাননি ওই সাংবাদিক।


রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে চরম পর্যায়ে পৌঁছেছে। লিভের উপর গুলিবর্ষণ চলছে।

এদিকে ইউক্রেন থেকে কিছু সময়ের জন্য পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হল ভারতীয় দূতাবাস।

রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। সূত্রের দাবি, দূতাবাসের কর্মী ও আধিকারিকদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে।