মায়ানমার সেনাশাসকদের শায়েস্তা করতে নিষেধাজ্ঞা আমেরিকার 

প্রতীকী ছবি (File Photo: IANS)

মায়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল আমেরিকা। এবার সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা ২২ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। 

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনা অভ্যুত্থান ও গণতন্ত্রকামীদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সামরিক জুন্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বাইডেন প্রশাসন। 

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সেনাশাসকদের নিয়ােগ করা জাতীয় প্রশাসনিক পরিষদের ৩ সদস্য, ৪ ক্যাবিনেট সদস্য ও বার্মিজ সেনা। আধিকারিকদের ১৫ প্রাপ্তবয়স্ক সন্তান। 


এই বিষয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি স্কন বলেন, বার্মিজ সেনার দ্বারা চালানাে নিপীড়ন ও অভ্যুত্থানের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ করেছি। দেশটিতে দ্রুত গণতন্ত্র ফেরানাের দাবিও জানান তিনি।

এদিকে, বন্দি নেত্রী আং সাং সু চি’র মুক্তির দাবিতে মায়ানমারের সেনাশাসকদের উপর চাপ বাড়িয়েছে রাষ্ট্রসংঘ।