রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিভে ধ্বংস হয়ে গেল ভারতীয় কোম্পানির ওষুধের গুদাম। ওই কোম্পানিটি রাজীব গুপ্তা নামক এক ভারতীয় ব্যবসায়ীর। ইউক্রেনের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল ফার্ম ছিল এটি। দিল্লির ইউক্রেন দূতাবাসের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওই গুদামে মূলত শিশু এবং বৃদ্ধদের ওষুধ মজুত ছিল। এবার ওষুধের জোগান কোথা থেকে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে পারে।
নয়াদিল্লির ইউক্রেন দূতাবাস এক্স হ্যান্ডলে লিখেছে, নয়াদিল্লিকে বরাবরই ‘বিশেষ বন্ধু’ বলে সম্বোধন করে রাশিয়া। অথচ, ইউক্রেনের উপর মস্কোর একের পর এক হামলায় কার্যত ধ্বংস হতে বসেছে সেদেশে ভারতের একাধিক ব্যবসা। ইচ্ছাকৃত ভাবেই মস্কো ভারতীয় কোম্পানির উপর হামলা চালাচ্ছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে এক্স হ্যান্ডলে কিভে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস জানিয়েছেন, আজ সকালে রাশিয়ান ড্রোন কিভের একটি প্রধান ফার্মাসিউটিক্যালস গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের স্টক পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের অসামরিক নাগরিকদের উপর রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।
ওষুধ সংস্থা ‘কুসুম’-এর ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, বিশ্বের ২৯টি দেশে তাদের ব্যবসা রয়েছে। তালিকায় রয়েছে – ইউক্রেন, মলডোভা, উজবেকিস্তান, কাজাখস্তান, কেনিয়া, আইভরি কোস্ট, বেনিন, বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজের, ক্যামেরুন, মালি, তানজানিয়ার মতো দেশ।
এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সমাপ্তি ঘটাতে ক্রমশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্রুত চূড়ান্ত করার উদ্দেশ্যে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।