মালে, ২৮ জুন– বিশ্ব আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে চলেছে৷ কিন্তু উল্টো দিকে হেঁটে পিছোচ্ছে মলদ্বীপ৷ যার উদাহরণ কালো জাদুর দ্বায়ে গ্রেফতার করা হল দুই প্রতিমন্ত্রীকে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করছিলেন৷ এই গুরুতর অভিযোগে মলদ্বীপের পরিবেশ মন্ত্রকের দুই প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তাঁর প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ৷ রমিজ ছিলেন মলদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী পদে৷ এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মলদ্বীপ পুলিশ৷ মলদ্বীপের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার এই চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ প্রত্যেককেই সাত দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে দুই মন্ত্রীকেই৷ গত ২৩ জুন এই ঘটনার কথা প্রথম জানা যায়৷ মলদ্বীপে কালো জাদু করাটা ফৌজদারি অপরাধ নয়৷ তবে ইসলামি আইনের অধীনে এর জন্য ৬ মাস পর্যন্ত জেল হতে পারে৷
আশ্চর্যের বিষয় হল, মুইজ্জুর সঙ্গে শামনাজ এবং রমিজ – দুজনেরই দীর্ঘদিন ধরে মুইজ্জুর সঙ্গে সুসম্পর্ক ছিল৷ মুইজ্জু যখন মালের মেয়র ছিলেন, সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুজনেই৷ মলদ্বীপ সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছরের নভেম্বরে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর, শামনাজকে প্রথমে রাষ্ট্রপতির সরকারী বাসভবনের প্রতিমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল৷ পরে পরিবেশ মন্ত্রকে স্থানান্তরিত করা হয়৷ অন্যদিকে রমিজ, মুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত হলেও, দীর্ঘদিন তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি৷য অন্নতত গত পাঁচ মাস তিনি অন্তরালে ছিলেন৷ মালদ্বীপ সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি৷
মলদ্বীপ পুলিশের প্রধান মুখপাত্র তথা সহকারী পুলিশ কমিশনার আহমেদ শিফান বলেছেন, এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে৷ তবে কেন এই চারজনকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি মসদ্বীপ পুলিশ৷ কালো জাদুর অভিযোগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তারা৷