• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

জি-২০ সম্মেলনের কয়েকদিন আগে জোড়া বিস্ফোরণ ব্রাজিলে, সম্মেলনে যাবেন মোদী, বাইডেন, জিনপিং

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিল সফরের আগেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকা। ভারতীয় সময় বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টের সামনের ওই এলাকায়  হঠাৎই একসঙ্গে ২টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ। গুরুতর জখম হন বেশ কয়েক জন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিল সফরের আগেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকা। ভারতীয় সময় বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টের সামনের ওই এলাকায়  হঠাৎই একসঙ্গে ২টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ। গুরুতর জখম হন বেশ কয়েক জন।

 
জি-২০ সম্মেলনের কয়েকদিন আগে বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাজিলে। জানা গিয়েছে, বুধবার ব্রাজিলের সুপ্রিম কোর্টে বিস্ফোরক সহ প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। এরপর বিস্ফোরণে তিনি মারা যান। এটি আত্মঘাতী বিস্ফোরণ বলেও মনে করা হচ্ছে। এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়। সম্পূর্ণ খালি করে দেওয়া হয় আদালত চত্বর। ঘটনাস্থলের কাছেই সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে একে জঙ্গি আক্রমণ বলে মনে করা হচ্ছে।
 
ব্রাসিলিয়ার গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের বলেন,’ওই ব্যক্তি ফেডারেল সুপ্রিম কোর্টের কাছে যান এবং প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। সেই সময় প্রবেশ দরজার কাছে বিস্ফোরণ ঘটে।’ এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। গভর্নর বলেন, পর পর দুটি বিস্ফোরণ ঘটে। তখন ওই ব্যক্তির দেহ আদালতের বাইরে পড়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আদালতের বাইরে একটি গাড়ি থেকে প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয়টি ঘটেছিল কয়েক সেকেন্ড পরে যখন ওই ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করেছিল। মনে করা হচ্ছে দ্বিতীয় বিস্ফোরণে তাকে হত্যা করা হয়েছিল।
 
জি ২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা। রিও ডি জেনিরোতে আগামী সোম ও মঙ্গলবার জি-২০ শীর্ষ সম্মেলন। সেখানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় কোন কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ।রিওতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।