ট্রাম্পের ট্যুইটে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ১৩.৮ কোটি

ডোনাল্ড ট্রাম্প (Photo: Xinhua/Wang Shen/IANS)

সবেতেই কি মিলিয়ন দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প?শ্রীলঙ্কায় বিস্ফোরণ নিয়ে তাঁর একটি টুইটের পরেই এই প্রশ্ন ঘােরাফেরা করছে সােশাল মিডিয়ায় টুইটে শােকপ্রকাশ করতে গিয়ে ট্রাম্প লেখেন,শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা নাকি ১৩৮মিলিয়ন অর্থাৎ ১৩.৮ কোটি।যেখানে এই রিপাের্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা দেড় শতাধিক।

টুইটে ট্রাম্প লেখেন,শ্রীলঙ্কার গির্জা ও হােটেলে ধারাবাহিক বিস্ফোরণে ১৩৮মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে।গুরুতরভাবে আহত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ।এই ঘটনায় শ্রীলঙ্কার মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে আমেরিকার মানুষ।এই ঘটনায় শ্রীলঙ্কার মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে আমেরিকার মানুষ।আমরা যে কোনাে সাহায্য করার জন্য প্রস্তুত।

এই টুইটের পর ট্রাম্পের বিরুদ্ধে তােপ দাগে নেটিজেন।মৃতের সংখ্যার এই ভুলের নিন্দা করেন অনেকেই।পরে টুইটটি ডিলিট করে ভুল সংশােধন করে ফের টুইট করেন ট্রাম্প।