আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই ঘোষণার পর ‘পাল্টা’ শুল্ক চাপানোর ভাবনাচিন্তা থেকে আপাতত পিছু হটল ইউরোপীয় ইউনিয়নও। পারস্পরিক শুল্কের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় তারা। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, গত কয়েক দিনে যে দেশগুলি আমেরিকার সঙ্গে শুল্ক প্রসঙ্গে যোগাযোগ করেছে, আগামী ৯০ দিন ওই দেশগুলির সঙ্গে আলোচনা করা হবে, তারপর সিদ্ধান্ত। তবে ৯০ দিনের জন্য স্থগিত এই শুল্ক নীতি কার্যকর হয়নি চিনের ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা, অন্য দেশগুলিকে আপাতত স্বস্তি দিলেও চিনের সঙ্গে কোনও সমঝোতা নয়। চিনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করা হয়েছে। মার্কিন শুল্কের হাত থেকে ৯০ দিনের জন্য বেশ কিছু দেশ স্বস্তি পেলেও গোটা বিশ্বের কাছে মোটেও স্বস্তির খবর নয় এই শুল্ক যুদ্ধ।
অর্থনীতিবিদরা মনে করছেন, খুব শীঘ্র বিশ্বে মন্দার মেঘ ঘনিয়ে আসছে। ট্রাম্পের ৯০ দিনের সিদ্ধান্তেও আর্থিক মন্দা কাটানো যাবে না। এই প্রসঙ্গে বিশ্বের অন্যতম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা জেপি মর্গ্যান চেজ জানিয়েছে, ট্রাম্পের নীতি আগামী দিনে গোটা বিশ্বকে ৬০ শতাংশ মন্দার মুখে ফেলতে চলেছে। আন্তর্দেশীয় বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন নীতিতে বার বার রদবদলের প্রভাব পড়তে চলেছে আমেরিকার অভ্যন্তরীণ আর্থিক বিকাশে, যা শুধু আমেরিকাতেই নয়, বরং বিশ্বব্যাপী মন্দার জন্ম দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদেরাও আগামী ১২ মাসে অন্তত ৪৫ শতাংশ মন্দার পূর্বাভাস দিয়েছেন।
শুধু জেপি মর্গ্যান নয় একই ভবিষ্যৎবাণী করেছে মার্কিন পরামর্শদাতা সংস্থা আরএসএম ইউএস-এর প্রধান অর্থনীতিবিদ জো ব্রুসুয়েলাস। তিনিও জানিয়েছেন, শুল্কনীতিতে সাময়িক স্থগিতাদেশ মন্দা রোধ করার জন্য যথেষ্ট না-ও হতে পারে।
বুধবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করে জেপি মর্গ্যানের অর্থনীতিবিদেরা লিখেছেন, ‘মুক্তি দিবসে’ ঘোষিত চড়া পারস্পরিক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তটি অবশ্যই ইতিবাচক। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তা এখনও উদ্বেগজনক।’’ বিশেষজ্ঞদের আরও মত, এখনও যে ১০ শতাংশ সর্বজনীন শুল্ক আগের মতোই বহাল রয়েছে, তা বিশ্বকে এমন ধাক্কা দিতে পারে যার ২০১৮-১৯ সালের বাণিজ্য যুদ্ধের ধাক্কাকে ৭.৫ গুণ ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্পের ৯০ দিনের স্থগিতাদেশের পর বিশ্ব যেন না ভাবে বাণিজ্যযুদ্ধ শেষ হল, বরং এটা কেবল শুরুর শেষ।