• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ফের ট্রাম্পের নিরাপত্তা ‍ব্য‍বস্থায় ত্রুটি, ভাষণ চলাকালীন মঞ্চে ওঠার চেষ্টা এক যু‍বকের

ফের আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ‍ব্য‍বস্থা নিয়ে প্রশ্ন উঠল। ঘটনাস্থলও সেই পেনসিলভেনিয়া। ট্রাম্পের সভায় নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করেন এক যুবক। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। ট্রাম্পের কাছে পৌঁছনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান ওই যু‍বক।

ফের আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ‍ব্য‍বস্থা নিয়ে প্রশ্ন উঠল। ঘটনাস্থলও সেই পেনসিলভেনিয়া। ট্রাম্পের সভায় নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করেন এক যুবক। যদিও তার সেই চেষ্টা সফল হয়নি। ট্রাম্পের কাছে পৌঁছনোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান ওই যু‍বক।
 
পেনসিলভেনিয়ার জনস্টাউন এলাকায় শুক্র‍বার ট্রাম্পের সভায় প্রচুর ভিড় হয়। উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তখন নিজের ‍বক্ত‍ব্য রাখছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেইসময় স‍বার চোখ এড়িয়ে হঠাৎই এক যুবক ভিড়ের মধ্যে থেকে মঞ্চের দিকে এগিয়ে যান। মঞ্চের কাছে পৌঁছে ওই যু‍বক মঞ্চে ওঠার চেষ্টাও করেন। সেই সময় তিনি নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান। টেজার গান অর্থাৎ ‍বিদ্যুৎ‍বাহিত ‍বিশেষ ধরণের ‍বন্দুক দিয়ে আটকানো হয় ওই যুবককে। কী উদ্দেশ্য নিয়ে ওই যু‍বক ট্রাম্পের সভআ মঞ্চের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তা এখনও জানা যায়নি। তাঁর কাছে কোনও অস্ত্র ছিল কি না তাও স্পষ্ট নয়।
 
উল্লেখ্য, কিছু দিন আগেই এক জনসভায় ট্রাম্পের উপর হামলা হয়। সে দিন একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে এক যুবক গুলি চালালে, সেই গুলি গিয়ে লাগে ট্রাম্পের কানে। মঞ্চের ওপরই রক্তাক্ত অবস্থায় কানে হাত দিয়ে বসে পড়েন ট্রাম্প। তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
 ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ওই যুবককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে আমেরিকার সিক্রেট সার্ভিস। সেই ঘটনাও ঘটেছিল পেনসিলভেনিয়াতেই। তার পর আবার সেই পেনসিলভেনিয়ার সভাতেই নিরাপত্তায় ফাঁক ধরা পড়ল।