আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফের হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন তিনি। তাঁকে এই বিপুল জয় এনে দেওয়ার জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানান ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ‘সমালোচকদের ভুল প্রমাণিত করে আমরা জয়ী হওয়ার পথে । আমেরিকা অভূতপূর্ব এবং বলিষ্ঠ রায় দিয়েছে।’
ফের ঝড়ের গতিতে জয় ছিনিয়ে নিলেন ট্রাম্প। জর্জিয়া, নর্থ ক্যারোলিনার পর পেনসিলভেনিয়ায় জয়ী হন তিনি। শেষ পাওয়া খবরে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৬৭টি ভোটে জয়ী হয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেক্টোরাল কলেজ ভোট। জয় নিশ্চিত হতেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করব’ স্লোগান এদিনও শোনা যায় ট্রাম্পের বক্তৃতায়। তাঁর বক্তৃতা চলাকালীন সমর্থকেরা একটানা ‘আমেরিকা-আমেরিকা’ স্লোগান দিতে থাকেন। ট্রাম্প তখন সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সব সমস্যার সমাধান করব। আমরা আবার আমেরিকার স্বর্ণযুগ ফিরিয়ে আনব। আমি আপনাদের নিরাশ করব না।’ একইসঙ্গে এদিন অনুপ্রবেশ নিয়েও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন , ‘এবার আমেরিকায় অনুপ্রবেশ বন্ধ হবেই‘।
এখনও নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ না হলেও, এটা স্পষ্ট যে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন ট্রাম্পই। আর মাত্র ৪টি ইলেক্টোরাল ভোট দরকার ট্রাম্পের জয়ী হওয়ার জন্য। এ দিন জয় নিশ্চিত হতেই পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমেরিকা আমায় অপরিসীম ক্ষমতা দিয়েছে। এটা আমেরিকাবাসীর জয়।’
ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের ঝড় উঠলেও তাঁর বিজয়রথ থেমে থাকেনি। ট্রাম্প এদিন বলেন, ‘এমন সব বাধা-বিঘ্ন [পেরিয়েএসেছি, যা অতিক্রম করা কারও পক্ষে কোনওদিন সম্ভব নয় বলেই মনে করা হয়েছিল। এটা সর্বকালের সেরা রাজনৈতিক সাফল্য।’ এদিন তাঁর বক্তৃতায় নির্বাচনী প্রচার চলাকালীন তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টার প্রসঙ্গও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘ঈশ্বর এই কারণেই আমার প্রাণ রক্ষা করেছে।’