আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সদস্য এলিস স্টেফানিককে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছেন। হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ পদে সুসি ওয়াইলসকে নিয়োগ করার পর এই ক্ষেত্রেও একজন নারী সদস্যকে বেছে নিলেন ট্রাম্প।
রাষ্ট্রসঙ্ঘের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এলিস স্টেফানিক ইজরায়েলের একজন কট্টর সমর্থক এবং হামাসের বিরুদ্ধে এ যুদ্ধের বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের যুক্তির সমালোচনাও করেছেন। তিনি ইজরায়েলের ‘বন্ধু’ হিসেবেও পরিচিত।
স্টেফানিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমার পরবর্তী প্রশাসনে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথম সারির যোদ্ধা।’
স্টেফানিক মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য। এ ছাড়া রাজনীতিতে আসার পর শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের সমর্থক হয়ে ওঠেন।
এলিস স্টেফানিক প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক হাউস আর্মড সার্ভিস কমিটি ও হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাজ করেছেন।
তিনি ২০০৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। এরপর বুশের চিফ অব স্টাফ জশুয়া বোল্টেনের সিনিয়র সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি শপথ গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি।