• facebook
  • twitter
Monday, 17 March, 2025

পরিবেশ সুরক্ষা সংস্থার ৮০০ কর্মীকে ছাঁটাই ট্রাম্পের

ট্রাম্প বলেছিলেন, 'আমি লি জেল্ডিনের সঙ্গে কথা বলেছি। তিনিও মনে করেন যে পরিবেশ সংক্রান্ত দপ্তরগুলি থেকে ৬৫ বা তার বেশি শতাংশ কর্মীকে ছাঁটাই করা সম্ভব।'

ফাইল চিত্র

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মার্কিন নীতিতে ফের ধাক্কা। ট্রাম্পের নির্দেশে রাতারাতি বরখাস্ত করা হলো পরিবেশ সুরক্ষা সংস্থা-র ৮০০ কর্মীকে।

যুক্তরাষ্ট্রের সমুদ্র ও পরিবেশ সুরক্ষা এজেন্সি এনওএএ তথা ন্যাশনাল ওশনিক এবং অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীদের ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। বুধবারই এক ঘোষণায় জানানো হয়েছিল, ট্রাম্প প্রশাসনের নীতি মেনে পরিবেশ সংক্রান্ত অনেক প্রকল্পই বাতিল করা হবে, যা ‘অপ্রয়োজনীয় ব্যয়ের’ তালিকায় পড়ছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু কর্মী ও পরিবেশবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর প্রশাসন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থাগুলো থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মী ছাঁটাই করার লক্ষ্য নিয়েছে। এই সংস্থাগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। ট্রাম্প বলেছিলেন, ‘আমি লি জেল্ডিনের সঙ্গে কথা বলেছি। তিনিও মনে করেন যে পরিবেশ সংক্রান্ত দপ্তরগুলি থেকে ৬৫ বা তার বেশি শতাংশ কর্মীকে ছাঁটাই করা সম্ভব।’ প্রসঙ্গত, লি জেল্ডিন ট্রাম্প প্রশাসনের পরিবেশ রক্ষা বিভাগের মুখ্য প্রশাসক।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ মূলত তাঁর রাজনৈতিক এজেন্ডারই অংশ। তিনি বরাবরই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপকে ‘অতিরিক্ত ব্যয়’ বলে সমালোচনা করে এসেছেন। তাঁর দাবি, এইসব প্রকল্প মার্কিন অর্থনীতির ক্ষতি করছে এবং আমেরিকাবাসীদের জন্য কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি করছে। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, ‘আমরা আমেরিকার অর্থনীতি ও সাধারণ জনগণের স্বার্থকে সবার আগে রাখছি।’

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই মার্কিন পরিবেশবাদী সংগঠনগুলি কড়া প্রতিক্রিয়া জানায়। সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার পথে ভয়াবহ ধাক্কা। পরিবেশ গবেষকদের আশঙ্কা, এটি ট্রাম্পের প্রথম ধাপ। আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র, জীব বৈচিত্র্য, জলবায়ু, মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়া দপ্তর এবং অন্যান্য গবেষণা ক্ষেত্রগুলিতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞ-সহ আরও কর্মী ও আধিকারিকদের ছাঁটাই করতে পারে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে পাঠিয়েছে এবং ১,৬০০ কর্মীকে চাকরি বরখাস্ত করেছে। ব্যয়সঙ্কোচের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এদিকে বরখাস্ত হওয়া কর্মীদের ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।। তবে প্রশাসন সূত্র বলছে, ‘বাজেট পুনর্বণ্টনের’ কারণে আরও অনেক কর্মী ছাঁটাই হতে পারেন।