• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প এগিয়ে ১২০ ভোটে, হ্যারিস এগিয়ে ৯৯ ভোটে

২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে এমন সাতটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা রাজ্যের মধ্যে একটি জর্জিয়া সহ কয়েকটি রাজ্যে ভোট শেষ হওয়ার পরেই এই অনুমান করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: আইএএনএস

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গণনা। চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েকদিন সময় লাগবে। কিন্তু তার আগেই বেরিয়ে আসছে একাধিক চাঞ্চল্যকর সম্ভাবনা। সকলের নজরে রয়েছে পেনসিলভেনিয়া, মিশিগান সহ সাতটি ‘সুইং’ স্টেট-এর দিকে। গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও কমলা হ্যারিসের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, এই ‘সুইং’ স্টেট-এ ৫-১ এ এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাসোসিয়েটেড প্রেসের অনুমান অনুযায়ী, ভোট শেষ হওয়ার মুহূর্তে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১২০ ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট। আর ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ৯৯ ভোট।

ট্রাম্প কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা, ওকলাহোমা, আলাবামা, টেনেসি, মিসৌরি, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ওয়াইমিং এবং লুইসিয়ানায় জয়লাভ করবেন বলে ধারণা করা হয়েছে। অন্যদিকে হ্যারিস ভার্মন্ট, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, কানেকটিকাট, ইলিনয় এবং নিউ ইয়র্ক দখল করবেন বলে ধারণা করা হয়েছে। এই রাজ্যগুলিতে ডেমোক্র্যাটিক বা রিপাবলিকানকে ভোট দিয়েছে। যদিও ফলাফল বেরোনোর আগে এই অনুমানগুলি পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।

প্রসঙ্গত এই ভোটে কাউকে বিজয়ী হতে হলে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে হবে।উত্তর ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদার মতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা রাজ্যগুলিতে এই প্রতিযোগিতা রয়েছে।

২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে এমন সাতটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা রাজ্যের মধ্যে একটি জর্জিয়া সহ কয়েকটি রাজ্যে ভোট শেষ হওয়ার পরেই এই অনুমান করা হয়েছে।

এই প্রাথমিক অনুমানগুলি রাজ্যের ভোটের ইতিহাস এবং প্রাথমিক প্রবণতাগুলির উপর ভিত্তি করে করা হয়েছে। যা ভোট গণনা সম্পূর্ণ শেষ হওয়ার পরে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে করা হয় না।

মঙ্গলবারের আগেই প্রায় ৮ কোটি ২০ লক্ষ আমেরিকান ইতিমধ্যেই তাঁদের ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ভোট কেন্দ্রে গিয়ে অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত মত জানিয়েছেন। এটি ২০২০ সালে মোট ১৫৮ মিলিয়ন ভোটের মধ্যে ৫১ শতাংশেরও বেশি ছিল। যখন কোভিড-১৯ মহামারী চরমে পৌঁছেছিল।

প্রসঙ্গত কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া ও মিশিগানে মিছিলের মধ্যে দিয়ে তাঁদের ভোটপ্রচার পর্ব শেষ করেন। এই দুটো রাজ্যেই তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। যদিও ২০২৪-এর নির্বাচনে হোয়াইট হাউসের ভাগ্য নির্ধারণ করবে এমন সাতটি রাজ্য রয়েছে। যেখানে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই রাজ্যগুলি পুরোপুরিভাবে গণতান্ত্রিক বা রিপাবলিকান নয়। এই রাজ্যগুলিতে যে কেউ সুইং করে যেতে পারে। সেজন্য এই রাজ্যগুলিকে সুইং রাজ্যও বলা যায়।