• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ বলেছেন, 'নিহতদের পরিবারের সদস্যদের খবর না দেওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।'

নিউইয়র্কের হাডসন নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘নিহত ৬ জনের মধ্যে একজন পাইলট এবং বাকি পাঁচজন একই পরিবারের সদস্য, যাঁরা স্পেন থেকে আমেরিকায় ঘুরতে এসেছিলেন।’ নিউইয়র্ক হেলিকপ্টারস নামের একটি কোম্পানি এই হেলিকপ্টারটি পরিচালনা করছিল। নিউইয়র্ক ফায়ার সার্ভিসের কমিশনার বলেন, ‘জরুরি অবস্থার জন্য কল আসামাত্রই উদ্ধারকারী নৌকাগুলিকে হাডসন নদীতে নামানো হয়েছিল।’

আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে। প্রশাসনের মতে, পর্যটকদের আকাশ থেকে হাডসন নদী দেখানো হচ্ছিল। সেই সময় আচমকা সেটি ভেঙে পড়ে। জর্জ ওয়াশিংটন ব্রিজের দিকে মোড় নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। হেলিকপ্টার দুর্ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে হেলিকপ্টারটিকে আকাশ থেকে হাডসন নদীতে পড়তে দেখা যাচ্ছে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ বলেছেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের খবর না দেওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।’ তবে সূত্রের খবর, মৃতদের মধ্যে রয়েছেন বহুজাতিক সংস্থা ‘সিমেন্স’-এর স্পেন শাখার প্রধান অগাস্টিন এস্কোবারও। কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং তিন শিশুসন্তানও। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হেলিকপ্টারে তিনজন শিশুসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। তাঁদের কেউই আর বেঁচে নেই। স্থানীয় সময়, বেলা ২টা বেজে ৫৯ মিনিটে হেলিকপ্টারটি সফলভাবে টেক অফ করে। এর ২০ মিনিট পর সেটি হাডসন নদীর উপরে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি হঠাৎ করে জলের দিকে দ্রুত নামতে থাকে। এক সময় হেলিকপ্টারের প্রপেলার জল স্পর্শ করে। তারপরই সেটি ডুবে যায়।

হাডসন নদী একটি আমেরিকার গুরুত্বপূর্ণ জলপথের অন্তর্গত। প্রায় সারাক্ষণই সেখান দিয়ে জাহাজ যাতায়াত করে। এই ঘটনার পর সেখানে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই হেলিকপ্টারটি যাত্রী পরিবহনের জন্যই ব্যবহার হতো। পর্যটকদের হেলিকপ্টারে বসিয়ে নিউইয়র্ক ঘোরানো হতো। নিউইয়র্কের আকাশে সর্বক্ষণই এমন বাণিজ্যিক হেলিকপ্টার উড়তে দেখা যায়।