• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শেষকৃত্য উদযাপনে থিমের ভাবনা

লন্ডন, ২০ ফেব্রুয়ারি— অমোঘ সত্যি হলেও মৃত্যুটা বরাবরই শোকের৷ যদিও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মৃত্যুর পর নিমন্ত্রণ করে পাত পেড়ে খাওয়ানোর রীতি আছে৷ তবে আজকের সময়ে এই প্রথাও অনেকের কাছে অযৌক্তিক৷ এবার সেই মৃত্যু নিয়েই দেখা দিয়েছে উদযাপনের চিত্র৷ ব্রিটেনের মতো রাষ্ট্রে অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে দেখা গেছে এক অদ্ভুত চাহিদা৷ শেষকৃত্যের জন্য মানুষের কাছ থেকে অদ্ভুত দাবি

লন্ডন, ২০ ফেব্রুয়ারি— অমোঘ সত্যি হলেও মৃত্যুটা বরাবরই শোকের৷ যদিও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মৃত্যুর পর নিমন্ত্রণ করে পাত পেড়ে খাওয়ানোর রীতি আছে৷ তবে আজকের সময়ে এই প্রথাও অনেকের কাছে অযৌক্তিক৷ এবার সেই মৃত্যু নিয়েই দেখা দিয়েছে উদযাপনের চিত্র৷ ব্রিটেনের মতো রাষ্ট্রে অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে দেখা গেছে এক অদ্ভুত চাহিদা৷ শেষকৃত্যের জন্য মানুষের কাছ থেকে অদ্ভুত দাবি আসছে৷ অন্ত্যেষ্টিক্রিয়া করা বেশ কিছু সংস্থার তরফে জানানো হচ্ছে, কারোর মৃত্যু কখনই মজার বিষয় নয়৷

তবে এখানে কেউ কেউ আগে থেকেই ভেবে রেখেছেন কীভাবে নিজেদের শেষকৃত্যর অনুষ্ঠান সম্পন্ন করবেন৷ এমন অনেক পরিবারই তাঁদের কাছে দাবি করছেন, থিম বানিয়ে যেন পারলৌকিক কাজ করা হয়৷ কেউ কেউ চেয়েছিলেন যে, তাঁদের শেষকৃত্য একটি কল্পবিজ্ঞানের থিমে হোক৷ ফলে অনুষ্ঠানে যাঁরা আসবেন, সেই ধরনেরই পোশাক পরেন৷ একজন চেয়েছিলেন, মৃত্যুর পর যেন তাঁর মৃতদেহ কফিনে রাখার আগে সান্তাক্লজের পোশাক পরানো হয়৷

এখানেই শেষ নয়, একজন কৃষক তাঁর কফিন ঘাস দিয়ে ঢেকে রাখার অনুরোধ করেছিলেন৷ তিনি চেয়েছিলেন, যখন তিনি মারা যাবেন, কফিনটি যেন সবুজ ঘাসে মোড়ানো থাকে৷ যাতে জানা যায়, মৃতদেহটি কোনও কৃষকের৷ একটি মুদি দোকানের মালিক তাঁর কফিন ফুলের পরিবর্তে ফল এবং সবজি দিয়ে সজ্জিত করার দাবি করেছিলেন৷