এই প্রথম বাংলাদেশে আসছে রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

নজির বিহীন ঘটনা। বাংলাদেশের স্বাধীনতার পর গত ৫৩ বছরেও যা ঘটেনি এবার সেটাই ঘটতে চলেছে। এই প্রথম বাংলাদেশে আসছে রাষ্ট্রসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এরকম ঘটনার উদাহরণ নেই। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বিষয়টি জানানো হয়েছে। সেদেশের সরকারের প্রধান মহম্মদ ইউনুসের দফতরের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে।

কিন্তু হঠাৎ কী কারণে রাষ্ট্রসংঘের এই টিম ঢাকায় পা রাখতে চলেছে? জানা গিয়েছে, মূলত বাংলাদেশে কোটা-বিরোধী আন্দোলনের জেরেবাংলাদেশে মৃত্যুমিছিল ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত করতেই রাষ্ট্রসঙ্ঘের এই সফর। বিষয়টি নিয়ে ইউনুসের দফতরের তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। জুলাই এবং আগস্টের প্রথম দিকে পড়ুয়াদের আন্দোলনের সময় যা যা ঘটেছে, তা খতিয়ে দেখতেই আগামী সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে।’ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।