‘সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার স্থান নেই’, ব্রিকস-এর মঞ্চ থেকে স্পষ্ট বার্তা মোদীর
ব্রিকস সম্মেলনের মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'সন্ত্রাসবাদ' মোকাবিলায় সব অংশগ্রহণকারী দেশগুলিকে 'দৃঢ় সমর্থন' -এর ডাক দিলেন মোদী। তিনি এদিন জোর দিয়ে বলেন, সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিচারিতার কোন স্থান নেই। রাশিয়ায় আয়োজিত ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ভাষণে, প্রধানমন্ত্রী মোদী তরুণদের মধ্যে উগ্রপন্থা বন্ধ করতে 'সক্রিয় পদক্ষেপ' নেওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন।