বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মােদি। ৭০ শতাংশ সমর্থন নিয়ে মােদি পিছনে ফেলেছেন জো বাইডেন, অ্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসােনারাে, ম্যাক্রোর মতাে রাষ্ট্রনেতাদের। সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’। প্রতি সপ্তাহে এরা বিশ্বের ১৩ টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তাও পরিমাপ করে।
শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তার নিরিখে মােদির পরই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লােপেজ ও’ব্রাডর। মােদিকে ৭০ শতাংশ মানুষ সমর্থন করেন। দু’নম্বরে থাকা লােপেজের প্রতি সমর্থন ৬৪ শতাংশ।
তিন নম্বরে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। তাঁর প্রতি ৫২ শতাশ মানুষের সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৮ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন পঞ্চম স্থানে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই যে বাইডেনের জনসমর্থন কমিয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও পঞ্চম স্থানে রয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডাে ৪৫ শতাংশ সমর্থন নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৪১ শতাংশ সমর্থন নিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসােনারাে মাত্র ৩৯ শতাংশ সমর্থন নিয়ে আছেন অষ্টম স্থানে।