• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মেসিকে পাওয়ার দৌড়ে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব।

মার্কিন যুক্তরাষ্ট্র:- লিওনেল মেসি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। চলতি মাসের ৩০ তারিখের পর মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ওইদিনই তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাপ্রকাশ করেছিলেন, লিও যাতে তাঁর ঘর অর্থাৎ বার্সেলোনায় ফিরে আসেন। কিন্তু পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তাতে সেই সম্ভাবনা

মার্কিন যুক্তরাষ্ট্র:- লিওনেল মেসি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। চলতি মাসের ৩০ তারিখের পর মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ওইদিনই তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাপ্রকাশ করেছিলেন, লিও যাতে তাঁর ঘর অর্থাৎ বার্সেলোনায় ফিরে আসেন। কিন্তু পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে তাতে সেই সম্ভাবনা কম। হঠাৎই মেসিকে পাওয়ার দৌড়ে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব। মেসির কাছে এই মুহূর্তে বার্সেলোনা, সৌদি আরবের আল হিলাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। কিন্তু বার্সেলোনা যতক্ষণ কোনও ফুটবলারকে ছাড়তে না পারছে ততক্ষণ মেসিকে নিতে পারছে না। এর ফলে ইন্টার মায়ামিতেই সই করতে পারেন মেসি। সূত্রের খবর, গত সপ্তাহেই দাবি করা হয়, মেসিকে চার বছরের জন্য নিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্টার মায়ামি। প্রতি বছর ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাপল, অ্যাডিডাস-সহ বিভিন্ন ব্র্যান্ডের কমপ্লেক্স স্পনসরশিপ ডিল অফার করা হয়েছে বলে দাবি স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগের। গতকাল অ্যাপল টিভি প্লাস ঘোষণা করেছে, তারা মেসির কেরিয়ারের চারটি পর্বের ডকুমেন্টারির স্বত্ব আদায় করেছে। মেজর লিগ সকারের টিভি রাইটসের চুক্তিও সেরে নিয়েছে অ্যাপল টিভি প্লাস। অ্যাথলেটিকের দাবি, অ্যাপল টিভি প্লাস এমএলএস সিজন পাসের থেকে আদায়কৃত রাজস্বের কিছুটা মেসিকে দেবে। মেসির বাবা অবশ্য কথাবার্তা চালাচ্ছিলেন বার্সার সঙ্গে। তিনি জানান, মেসি বার্সায় ফিরতেও আগ্রহী। কিন্তু মেসিকে নিতে বার্সার কাছে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে অর্থনৈতিক অবস্থা। সূত্রের খবর, গোল ওয়েবসাইটের দাবি, মেসি এখনই সৌদি আরবে খেলতে যেতে রাজি নন। সেক্ষেত্রে ২০২৪ অবধি অপেক্ষা করতে হবে আল হিলালকে। এই অবস্থায় ২১ জুলাই মেসি ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন। লিগস কাপে সেদিন মেক্সিকোর ক্রুজ আজুলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মায়ামির। ইন্টার মায়ামির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ফিল নেভিল। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন টাটা মার্তিনো। মেসি লিগ ওয়ানে ২০২২-২৩ মরশুমে ১৬টি গোল করেছেন। শেষ মুহূর্তে বার্সা চমক দেয়, নাকি মেসি মায়ামিতে যান সেটাই দেখার বিষয়।