আফগানিস্তানের কঠোর বিধিনিয়ম নিয়ে জেরবার সে দেশের মানুষ। ২০২২ সাল থেকেই তালিবান প্রশাসনের চাপে সন্ত্রস্ত সে্খানকার নাগরিকরা। তবে এতদিন এইসব ফতোয়া দেশের আইনের অংশ ছিল না। এবার থেকে তালিবান আরোপিত বিধিনিষেধ ভঙ্গ করলে তা আদালতে বিচার্য বিষয় হিসেবে গণ্য হবে।
তালিবান প্রশাসনের এই বাধ্যতামূলক নির্দেশ ঘিরে ভিন্ন মত রয়েছে দেশের মধ্যে। একাংশের মতে, এখন আদালতের বিচারাধীন হওয়ায় অভিযুক্ত নিজের কথা পক্ষে বলার সুযোগ পাবেন। এতদিন গোষ্ঠীপতির কথাই ছিল শেষ কথা । অনেকে আবার মনে করছেন আধিকারিকেরা এখন সরকারকে খুশি করতে আরও কঠোরভাবে বিধিগুলি বলবৎ করবে।