স্বাধীনতা দিবসের মিছিলে গুলি তালেবদের

প্রতীকী ছবি (Photo:SNS)

স্বাধীনতা দিবস উদ্যাপন করার অপরাধে তালিবানদের গুলিতে ঝাঝরা হতে হল আফগানবাসীদের। সূত্রের খবর, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের মিছিলে হঠাই গুলি চালায় তালিবানরা। যার ফলে মৃত্যু হয়েছে অনেক আফগানের। এমনকি আতঙ্কে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান অনেকে।

সংবাদ সংস্থার রিপাের্ট অনুযায়ী, ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিন। পতাকা নিয়ে মিছিল করছিলেন আসাদাবাদ শহরের স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাৎ ওই মিছিলের উপর তালিবানরা চড়াও হয়।

মহম্মদ সেলিম নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আফগানিস্তানের জাতীয় পতাকা আকাশে ওড়ানাে হয়েছিল বলেই গুলি চালায় তালিবান যােদ্ধারা। আচমকা এই গুলি চালানাের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই সেখান থেকে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান।


তবে এই ঘটনায় কতজন মানুষ প্রাণ হারিয়েছেন, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। বুধবার আফগানিস্তানের নঙ্গরপুর প্রদেশেও জাতীয় পতাকাকে মান্যতা দেওয়ার দাবি উঠলে সেখানেও তালিবানরা এলােপাথাড়ি গুলি চালায়।

এদিনের মতাে সেই মিছিলেও গুলি চালাতে শুরু করেছিল তালিবানরা। এই ঘটনাগুলির ফলে ক্রমেই তালিবানের আতঙ্ক ফিরে আসছে আফগানিস্তানে।