বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছাড়তে চলেছেন নিজের পদ, অ্যামাজন পাবে নতুন সিইও 

জেফ বােজেস (Photo: AFP)

অ্যামাজনের সিইও পদ থেকে সরতে চলেছেন জেফ বােজেস। এই বছরের শেষের দিকে তিনি পদত্যাগ করবেন। আমাজান মঙ্গলবার ঘােষণা করেছে প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এই বছরের শেষ দিকে জেফ বেজোসের চেয়ারে বসবেন। 

এই বিজ্ঞপ্তির সঙ্গেই জানানাে হয়েছে জেফ বােজস বাের্ডের নির্বাহী চেয়ারম্যান হবেন। বেজোস তার অ্যামাজন কর্মীদের একটি চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। 

মঙ্গলবার লিখিত একটি চিঠিতে তিনি বলেন, তিনি সংস্থার সিইও-র ভূমিকা ছাড়তে চলেছেন। জ্যাসি বর্তমানে আমাজন ওয়েব সার্ভিসের প্রধান।


বােজেস একটি স্টার্টআপ সংস্থা হিসাবে আমাজন শুরু করেছিলেন। সেই সংস্থাটি এখন বিশ্বের বৃহত্তম সংস্থা হিসাবে পরিণত হয়েছে। আমাজনে অংশীদারিত্বের ভিত্তিতে সবচেয়ে ধনী জেফ বােজেস।

সংস্থাটি ২০২০ সালের শেষ তিন মাসে ১০০ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠা হয়েছিল একটি অনলাইন বইয়ের দোকান থেকে।