কড়া অভিবাসন নীতি প্রয়োগের প্রক্রিয়া শুরু আমেরিকায়, সমস্যার মুখে প্রায় ১৮ হাজার ভারতীয়
কড়া অভিবাসন নীতি প্রণয়নের ক্ষেত্রে উদ্যোগী হলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর প্রায় ১৫ লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।প্রথম দফার এই তালিকাভুক্ত রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন। তার পরেই প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। এর ফলে সমস্যার সম্মুখীন হতে চলেছেন প্রবাসী ভারতীয়রা।