সম্মিলিত বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন শাহবাজ শরিফ, পাকিস্তানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। সোমবার, ১১ এপ্রিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।
অন্য দিকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে হেরে গেলেও লড়াই ছাড়ার নাম নেই ইমরান খানের। তাঁর দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তবে তাঁর জয়ের সম্ভাবনা কার্যত নেই।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ধরাছোয়ার বাইরে অধুনা ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী প্রবীন নেতা দলনেতা তথা পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর শাহবাজ শরিফের।
বিরাট কিছু ঘটে না গেলে নওয়াজ শরিফের নেহাত হিসেবে পরিচিত শাহবাজই বসতে চলেছেন ইমরান খানের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদে। বিলাবল ভুট্টো পাকিস্তানের সম্ভ বত নতুন বিদেশমন্ত্রী হচ্ছেন বলে জানা যাচ্ছে।