শনিবার দুপুরে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
দেশবাসীর উদ্দেশ্যে ভলোদেমির জেলেনস্কি এদিন বলেন, “আজ শনিবার। কিন্তু, সেটা ভুলে যান। আমাদের দেশে
এই মুহূর্তে আর কোনও উইকএন্ড নেই। এখন কটা বাজে , কত তারিখ, এসব আর কিছু যায় আসে না। যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ জয় করতে পারছি, ততক্ষণ কোনও উইকএন্ড পালিত হবে না।”
এর সাথে এদিন তিনি বলেন, ‘আমি নিশ্চিত। খুব শীঘ্রই আমার দেশের মানুষকে বলতে পারব , ফিরে আসুন। আপনারা এখন নিরাপদ।”
পাশাপাশি পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “পোল্যান্ডের সঙ্গে এই মুহূর্তে আমাদের আর কোনও সীমানা নেই। হাজার হাজার মানুষকে নিরাপদ প্রবেশ করতে এবং বেরতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”
দেশে সংকটে জীবন মরন সঙ্কটের মাঝে লড়াই নিজের দেশকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন তারা। ঘরের ভেতর ঢুকে প্রহার করছে শত্রু রাশিয়া ।
এমন অবস্থায় নাওয়া খাওয়া ভুলে পবিত্র পিতৃভূমিকে রক্ষা করারই ডাক দিলেন জেলেনস্কি।