মস্কো যাওয়ার পথে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ল বিমান 

কাবুল, ২১ জানুয়ারি –  শনিবার সকালে একটি বিমান মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ে। আফগানিস্তানের বদখসান প্রদেশে ওই দুর্ঘটনার খবর দেয় তালিবান প্রশাসন। সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।’’ 
 
উল্লেখ্য, বদখসান প্রদেশ চিন, তাজাকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকায় । তাই ঠিক কোন দেশের মধ্যে উড়ানটি ভেঙেছে, তা নিয়ে ধন্দ দেখা দেয় ।  মস্কোগামী একটি বিমান আফগানিস্তানের বদখসানে ভেঙে পড়েছে বলে জানায়  তালিবান প্রশাসন। এখনও হতাহতের কোনও খবর মেলেনি। প্রথমে তালিবান প্রশাসনের একটি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানায় দুর্ঘটনাগ্রস্ত উড়ানটি ভারতের। এর কিছু ক্ষণ পর ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানায় বিমানটি  মরক্কোর।
বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার  পরই ভারত সরকারের তরফে নিশ্চিত করা হয় যে, দুর্ঘটনাগ্রস্ত উড়ান এ দেশের নয়। আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অস্বীকার করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে কিছু ক্ষণ আগে আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি ভারতের নয়। এটি মরক্কোর একটি উড়ান।’’

আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিমানটি মস্কো যাওয়ার পথে, তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়। এরপরই সেই বিমান বাদাখশান প্রদেশের জেবাক জেলার তোপখানা পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, কিরান ও মিনজান জেলা এবং বাদাখশানের জেবাক জেলার মধ্যবর্তী এক জায়গায় এই যাত্রীবাহী জেট বিমানটি ভেঙে পড়ে। তবে, বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। আফগান কর্তৃপক্ষও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানাতে পারেনি ।