• facebook
  • twitter
Monday, 16 September, 2024

অলিম্পিকের উদ্বোধনে জিশুকে ব্যঙ্গ! বিতর্ক বিশ্বজুডে়

প্যারিস, ২৭ জুলাই-– প্যারিসে বসেছে অলিম্পিকের আসর৷ তার আগেই ট্রেন বিপর্যয়ের মতো ঘটনা ঘটে৷ এখানেই শেষ নয়, বিতর্ক ঘনিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে৷ প্রথমে ভুলবশত দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে বিতর্ক, তারপর ‘লাস্ট সাপার’কে ব্যঙ্গ করার অভিযোগ উঠল অলিম্পিক কমিটির বিরুদ্ধে৷ জিশু ও তাঁর বারো শিষ্যের নৈশভোজের যে জগদ্বিখ্যাত ছবি লিওনার্দো দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ফ্রেমের

প্যারিস, ২৭ জুলাই-– প্যারিসে বসেছে অলিম্পিকের আসর৷ তার আগেই ট্রেন বিপর্যয়ের মতো ঘটনা ঘটে৷ এখানেই শেষ নয়, বিতর্ক ঘনিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে৷ প্রথমে ভুলবশত দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে বিতর্ক, তারপর ‘লাস্ট সাপার’কে ব্যঙ্গ করার অভিযোগ উঠল অলিম্পিক কমিটির বিরুদ্ধে৷
জিশু ও তাঁর বারো শিষ্যের নৈশভোজের যে জগদ্বিখ্যাত ছবি লিওনার্দো দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ফ্রেমের আদলই ফুটিয়ে তোলা হয়েছে৷ কিন্ত্ত সেখানে জিশুর পরিবর্তে এক মহিলাকে দেখা যাচ্ছে৷ তাঁর মাথার পিছনে রুপোলি শিরোপা, যা জ্যোতির্বলয়কেই ইঙ্গিত করছে বলে মত৷ পাশাপাশি এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যাঁর সারা শরীরে নীল রঙে রঞ্জিত৷ কেবল ফুল ও ফলের একটি স্ট্রিং দিয়ে মাথা ও কোমর ঢাকা৷ দেখানো হয়েছে, এখানে তিনি যেন ‘লাস্ট সাপারে’ পরিবেশিত খাদ্য৷
এই ভিডিও ছডি়য়ে পড়তেই তা ক্ষোভের সঞ্চার করেছে৷ বহু নেটিজেনই একে ক্যাথলিক খ্রিস্টানদের অপমান বলে দাবি করেছে৷ যদিও অলিম্পিক কমিটির দাবি, এটি জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ‘লাস্ট সাপার’-এর একটি ব্যাঙ্গাত্মক সংস্করণ৷ মানুষে মানুষে হিংসার প্রতীক হিসেবেই ওই নীল রঙের মানুষটিকে ‘খাদ্য’ হিসেবে দেখানো হয়েছে৷
লিবার্টি লকডাউন পডকাস্টে ক্লিন্ট রাসেল বলেছেন, ‘এটা আপত্তিকর৷ জিশু ও তাঁর শিস্যদের টেনে এভাবে ইভেন্ট আয়োজন করাটা অগ্রহণীয়৷ সারা বিশ্বের ২৪০ কোটি খ্রিস্টানের কাছে অলিম্পিক কমিটি পরিষ্কার বার্তা দিচ্ছে তাঁরা কোনওভাবেই স্বাগত নন৷” জিশুকে একজন মহিলা হিসেবে দেখানোর কী অর্থ তা নিয়েও প্রশ্ন উঠছে৷ সব মিলিয়ে এই ধরনের অনুষ্ঠান খ্রিস্টানদের জন্য অবমাননাকর বলেই মত অনেকের৷ যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে৷