• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

করাচিগামী জাহাজে বাণিজ্যিক আসবাবপত্র ছাড়া কিছু ছিল না, দাবি পাকিস্তানের

করাচি, ৩ মার্চ: গতকাল, শনিবার আটক করা হয়েছে চীন থেকে আগত পাকিস্তানের এক জাহাজ। যে জাহাজ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক পদার্থ। যা পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ব্যবহৃত হয়। গোয়েন্দাদের দেওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়েই মুম্বইয়ের নব সেবা বন্দরে সেই জাহাজকে আটকে দেওয়া হয়।শনিবার শুল্ক দপ্তরের আধিকারিকরা ওই জাহাজটিকে আটক করেন। তাঁরা

করাচি, ৩ মার্চ: গতকাল, শনিবার আটক করা হয়েছে চীন থেকে আগত পাকিস্তানের এক জাহাজ। যে জাহাজ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক পদার্থ। যা পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ব্যবহৃত হয়। গোয়েন্দাদের দেওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়েই মুম্বইয়ের নব সেবা বন্দরে সেই জাহাজকে আটকে দেওয়া হয়।শনিবার শুল্ক দপ্তরের আধিকারিকরা ওই জাহাজটিকে আটক করেন। তাঁরা সিএমএ সিজিএম অ্যাটিলা নামে মাল্টার পতাকা লাগানো ওই জাহাজটিকে মুম্বই বন্দর ছাড়তে বাধা দেন।

যদিও ভারতের অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। করাচিগামী ওই জাহাজে শুধুমাত্র বাণিজ্যিক আসবাবপত্র ছিল বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছে, ওই জাহাজে কোনও পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল তৈরির পণ্য ছিল না।