• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

মার্কিন মুলুকেও এ বার নিষিদ্ধ হতে চলেছে চিনা অ্যাপ টিকটক

ওয়াশিংটন, ১৪ মার্চ –  মার্কিন মুলুকেও এ বার নিষিদ্ধ হচ্ছে চিনা অ্যাপ টিকটক।  শর্ট ভিডিও তৈরির জনপ্রিয় চিকিনা অ্যাপ টিকটক আগেই নিষিদ্ধ হয়েছিল ভারতে। এ বার সেই পথেই হাঁটতে চলেছে আমেরিকা। ইতিমধ্যেই এই নিয়ে আমেরিকার সংসদে  বিল পাশ হয়েছে । ইউএস হাউস অভ রিপ্রেজেনটেটিভ-এ  বুধবার টিকটককে নিষিদ্ধ করার বিল পাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই বিল পাশ হয়েছে

ওয়াশিংটন, ১৪ মার্চ –  মার্কিন মুলুকেও এ বার নিষিদ্ধ হচ্ছে চিনা অ্যাপ টিকটক।  শর্ট ভিডিও তৈরির জনপ্রিয় চিকিনা অ্যাপ টিকটক আগেই নিষিদ্ধ হয়েছিল ভারতে। এ বার সেই পথেই হাঁটতে চলেছে আমেরিকা। ইতিমধ্যেই এই নিয়ে আমেরিকার সংসদে  বিল পাশ হয়েছে । ইউএস হাউস অভ রিপ্রেজেনটেটিভ-এ  বুধবার টিকটককে নিষিদ্ধ করার বিল পাশ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই বিল পাশ হয়েছে বলে জানা গেছে ।

 
বিভিন্ন ইস্যুতে মার্কিন শাসক ও বিরোধী শিবিরের মধ্যে মতানৈক্য থাকলেও টিকটককে নিষিদ্ধ ঘোষণার জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভ-এ  ঐক্য দেখা গেছে। টিকটককে নিষিদ্ধ ঘোষণার বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৫২ জন। বিরোধিতায় ভোট দিয়েছেন ৬৫ জন।
 
হাউস অব রিপ্রেজেনটিভে এই বিল পাশ হলেও সেনেটে পাশ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রায় ১৭ কোটি আমেরিকার বর্তমানে টিকটক ব্যবহার করেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্ন হচ্ছে এই অভিযোগেই তা নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ শুরু হয়। এই অ্যাপ ইতিমধ্যেই গুগল এবং অ্যাপল স্টোর থেকে বাদ গিয়েছে আমেরিকায়। চাইনিজ মালিকানা থেকে এই অ্যাপের মালিকানা অন্য হাতে গেলে তবেই তা অনুমোদিত হতে পারে মার্কিন মুলুকে।