• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে শ্রেথা 

অনৈতিকতার দায়ে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন।থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে তার পদ থেকে অপসারণ করেছে। প্রধানমন্ত্রীর এই অপসারণ দেশটিকে নতুন করে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের। এদিন থাইল্যান্ডের প্রাক্তন ক্ষমতাসীন জুন্তা কর্তৃক নিয়োগ করা প্রাক্তন সিনেটরদের একটি দলের আনা মামলায় শ্রেথা তাঁর মন্ত্রিসভায় ফৌজদারি দোষী সাব্যস্ত একজন আইনজীবী

অনৈতিকতার দায়ে বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন।থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে তার পদ থেকে অপসারণ করেছে। প্রধানমন্ত্রীর এই অপসারণ দেশটিকে নতুন করে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের। এদিন থাইল্যান্ডের প্রাক্তন ক্ষমতাসীন জুন্তা কর্তৃক নিয়োগ করা প্রাক্তন সিনেটরদের একটি দলের আনা মামলায় শ্রেথা তাঁর মন্ত্রিসভায় ফৌজদারি দোষী সাব্যস্ত একজন আইনজীবী নিয়োগ করে নিয়ম ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছেন বিচারকরা। একই আদালত প্রধান বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি বিলুপ্ত করে দলটির প্রাক্তন নেতাকে ১০ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করার এক সপ্তাহ পর এই রায় এসেছে।

বুধবার প্রধানমন্ত্রী শ্রেথাকে অপসারণ করার সময়  বিচারক পুণ্য উদ্চাচন বলেন, ‘আদালত ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় রায় দিয়েছে যে, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে, কারণ তিনি এই মন্ত্রীকে নিয়োগে সততা দেখাননি। পুণ্য বলেছিলেন যে শ্রেথা নিশ্চয়ই ২০০৮ সালে আইনজীবী পিচিত চুয়েনবানের দোষী সাব্যস্ত হওয়ার কথা জানতেন যখন তিনি তাকে মন্ত্রিসভায় নিয়োগ করেছিলেন।