সিডনি, ১৩ এপ্রিল – সিডনির শপিং মলে ভয়াবহ দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল।এক ব্যক্তি আচমকাই ছুরি নিয়ে হামলা চালান। ছুরির আঘাতে মৃত্যু হয়েছে ৫ জন সন্দেহভাজনের। শিশু-সহ একাধিক মানুষ ঘটনায় যখন হন। সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক সাংবাদিকদের জানান, ‘একজন ব্যক্তি শপিং মলে আসা লোকজনকে হঠাৎই ছুরি নিয়ে আক্রমণ করে, এলোপাথাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মোট ৯ জনকে আক্রমণ করে ওই ব্যক্তি। পুলিশ ইন্সপেক্টর পরে অভিযুক্তকে গুলি করে বাগে নিয়ে আসে। এই ঘটনায় ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ‘ এই হামলার ঘটনায় শপিং মলের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টের সময় ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একাই ওই হামলা চালায়।আগে থেকে কোনওরকম হুমকিও ছিল না। শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হামলাকারীকে ধরার চেষ্টা করে। পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। মলের ভিতরে থাকা লোকজনকে দ্রুত বার করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তার পর হামলাকারীকে ধরতে অভিযান চালানো হয়। হামলাকারীকে বাগে আনতে গুলি চালাতে হয় পুলিশকে। সেই গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে। আহতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তরফে জানানো হয়, বন্ডি জংশনের একটি শপিং মলে এক ব্যক্তি হামলা চালিয়েছেন। তাঁর ছুরির হামলায় বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে ওই এলাকা আপাতত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আমজনতাকে। শপিং মল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এই হামলায় আর কেউ জড়িত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। হামলার ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা গুলির আওয়াজ শুনতে পাই। কি করব তহন আমরা বুঝতে পারছিলাম না। এক দোকানে আমরা আশ্রয় নিই। ওই দোকানের ডেকে কর্মচারী আমাদের পালিয়ে যেতে সাহায্য করেন।