বিশ্ব আরও একটি বড় বিপদের সম্মুখীন হতে চলেছে বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। তাদের কথায় বিশ্বে অন্যরকমের আর একটি ‘অতিমারি আসছে। রাষ্ট্রপুঞ্জের একটি বিশেষ রিপাের্টে এই বিশেষ হুশিয়ারি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট জানাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু ও ঋতুগুলির সময়ের দ্রুত পরিবর্তন এবং সেইসঙ্গে ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ব্যবহার এবং অপচয় পৃথিবীজুড়ে জনঘনত্ব বৃদ্ধি এরকম এক অতিমারিকে ডেকে আনছে। এই অতিমারির নাম ‘ভয়াবহ খরা’।
‘স্পেশাল রিপাের্ট অন ড্রট ২০২১’ এই রিপাের্টে এ ধরনের অশনি সংকেত রয়েছে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের ডিজাস্টার রিক্স রিডাকশন বিভাগের স্পেশাল রিপেজেনটেটিভস মামি মিজু তােরি জানান, ভয়ঙ্কর খরা এই বিশ্বে আর একটি অতিমারি আনতে চলেছে। যার কোনও টিকা কোনওদিনই আসবে না।