মুখে আশ্বাস দিলেও দেখা গেল কাজে ১৮০ ডিগ্রি উলটো পথে হাঁটছে তালিবানরা। ক্ষমতা দখল করেই ফতােয়া জারি করা হল। হয়, আফগানিস্তানের হেরাট প্রাদেশে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশােনা করতে পারবেন না ছেলে ও মেয়েরা।
এই সিদ্ধান্ত নিয়েছে তালিবান নেতৃত্ব। শুধু তাই নয়, ছাত্রদের পড়াতে পারবেন কেবল পুরুষ অধ্যাপকরাই। পাশাপাশি, ছাত্রীদের জন্য থাকবে মহিলা অধ্যাপক। সংবাদ সংস্থা সূত্রে খবর, হেরাট প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকদের সঙ্গে এদিন বৈঠকে বসে তালিবান নেতৃত্ব। তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক।
এরপরই তালিবান নেতা মােল্লা ফরিল বলেন, ‘সমাজে পচন ধরার মুলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা’।