• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

ফিরলেন সুনীতারা, বিশ্বজুড়ে আনন্দ

স্পেসএক্সের মহাকাশযান সমুদ্রে নামার পর সুনীতাদের সেখান থেকে নিয়ে আসার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অবশেষে অপেক্ষার অবসান। ৯ মাসের মহাকাশযাত্রা শেষে পৃথিবীর মাটিতে সুনীতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজেন্ডার গর্বুনভ। সঠিক সময়েই ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করেছিল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশ যান। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা।

স্পেসএক্সের মহাকাশযান সমুদ্রে নামার পর সুনীতাদের সেখান থেকে নিয়ে আসার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। পাড়ে অপেক্ষারত ছিলেন বহু মানুষ। যানটি নেমে এলে আচমকাই দেখা যায় ঠিক সেখানে পৌঁছে গিয়েছে একদল ডলফিন। তারা মহাকাশযানটিকে ঘিরে চক্কর কাটতে থাকে। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের।

এর পরে মডিউল সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পরে ভারতীয় সময় ভোর ৪টে ২২ নাগাদ হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। এরপরে স্থলভাগের উদ্দেশে জাহাজ পাড়ি দেয়। সেখান থেকে গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। সুনীতাদের ফেরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছিল হিউস্টনের স্পেস সেন্টার।

মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে সুনীতা এবং বুচের মাথা ফুলেছে আগের তুলনায়, পা-ও খানিক সরু হয়েছে। পৃথিবীতে ফেরার পর তাঁদের শারীরিক অবস্থার কিছুটা ক্ষয় হয়েছে ঠিকই। কিন্তু তাঁরা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। মহাকাশে পৃথিবীর কক্ষপথে মাধ্যাকর্ষণের কোনও অস্তিত্ব নেই। মহাকাশে কাটানোর জন্য সুনীতাদের শরীরও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছিল। কিন্তু পৃথিবীতে ফেরার পর আবার তাঁদের শরীরকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য তৈরি করতে হবে। তাই দু-জনকেই অন্তত ৪৫ দিন কাটাতে হবে

ক্রু-কোয়ার্টারে। সেখানেই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা চলবে তাঁদের। তারপরে সুনীতা ও বুচের সঙ্গে পরিবারের দেখা করার সম্মতি মিলবে।

News Hub