• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের ফেরা হল না সুনীতার

ওয়শিংটন, ২৮ জুন– আট দিনের কর্মসূচি সেরে আট দিন পর পৃথিবীর মাটি ছোঁয়ার কথা ছিল মহাকাশচারী সুনীতা উইলিয়ামের৷ তাঁর সঙ্গেই ফেরার কথা ছিল আরেক মহাকাশচারী ব্যারি উইলমোরেরও৷ কিন্তু তাঁদের ফেরার আগেই খবর এল তারা মহাকাশে আটকে গিয়েছেন৷ তবে এই প্রথম নয় যখন তাদের ফেরা স্থগিত হল৷ এর আগে কথা ছিল ১৩ জুন ফিরে আসার৷ তারপর শোনা

ওয়শিংটন, ২৮ জুন– আট দিনের কর্মসূচি সেরে আট দিন পর পৃথিবীর মাটি ছোঁয়ার কথা ছিল মহাকাশচারী সুনীতা উইলিয়ামের৷ তাঁর সঙ্গেই ফেরার কথা ছিল আরেক মহাকাশচারী ব্যারি উইলমোরেরও৷ কিন্তু তাঁদের ফেরার আগেই খবর এল তারা মহাকাশে আটকে গিয়েছেন৷ তবে এই প্রথম নয় যখন তাদের ফেরা স্থগিত হল৷ এর আগে কথা ছিল ১৩ জুন ফিরে আসার৷ তারপর শোনা গিয়েছিল ২৬ জুন ফিরবেন৷ কিন্ত্ত, দুবারই বাতিল হয়েছে প্রত্যাবর্তন৷
গত ৫ জুন, এই দুই মহাকাশচারীই বোয়িং সংস্থা স্টারলাইনার সংস্থার মহাকাশযানে চডে় গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে৷ রওনা দেওয়ার পর থেকে, বোয়িং ক্যাপসুলে পাঁচটি হিলিয়াম লিক হয়েছে, পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার খারাপ হয়ে গিয়েছে এবং একটি ধীর গতির প্রপেলান্ট ভালভ আরও কিছু অনিশ্চিত সমস্যার ইঙ্গিত দিয়েছে৷
দুই মহাকাশচারী আরও বেশ কয়েকদিন স্পেস স্টেশনে থাকতে পারেন৷ কিন্ত্ত, স্টারলাইনার মহাকাশযানটি খুব বেশিদিন মহাকাশে থাকতে পারবে না৷ হারমনি নামে একটি আইএসএস মডিউলে ডক করা হয়েছে মহাকাশযানটিকে৷ মহাকশযানটির জ্বালানী ক্ষমতা সীমিত৷ নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে, স্টারলাইনার শুধুমাত্র ৪৫ দিন ওই ডকে থাকতে পারবে৷ এই বেশি সময় গেলে, এটিকে নিরাপদে আনডক করা নাও যেতে পারে৷ সেই ক্ষেত্রে মহাকাশচারীদের অন্য মহাকাশযানের প্রয়োজন হবে৷