অর্থনৈতিক বিপর্যয়, দেউলিয়া সঙ্গে রাজাপক্ষে গণবিক্ষোভে ধুঁকতে থাকা দেশের পরিস্থিতি সামলাতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা সোমবার ইস্তফা দিয়েছেন।
কিন্তু ইস্তফার আগেই এদিন সরকার পক্ষের সমর্থকরা লাঠি নিয়ে বিরোধীদের ওপরে চড়াও হয়।
দেশের নানা প্রান্তে দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। সেই সংঘর্ষের মধ্যে পড়ে শাসক দলের সাংসদ অমরকীর্তি আথুকোরলা নিহত হয়েছেন।
এদিন অমরকীর্তি গাড়ি চড়ে যাওয়ার সময় নিমবুওয়া অঞ্চলে জনতা রাস্তা আটকায়।
সাংসদ গাড়ির ভেতর থেকে গুলি চালান। তাতে দু’জন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে অমরকীর্তির দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, মৃত্যুর আগে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য, কয়েকমাস ধরেই শ্রীলঙ্কার বিপর্যক্ত অবস্থা। দেশে খাদ্য নেই, জ্বালানি নেই, ওষুধ নেই চলছে চরম বিশৃঙ্খলা।
এদিন প্রধানমন্ত্রীর মুখপাত্র রোহন ওয়েলিইউতা বলেন, ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপক্ষে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।
মাহিন্দার ছোটভাই তোতাবায়া রাজাপক্ষে দেশের প্রেসিডেন্ট পদে আছেন। তিনি ঘোষণা করেছেন এই সংকটের পরিস্থিতিতে সর্বদলীয় সরকার তৈরি হবে।