ইজরায়েলি বিমান হানায় মৃত ৬ ত্রাণকর্মী

ইজরায়েলি বিমান হানায় মৃত ৬ ত্রাণকর্মী। তাঁরা ‘প্যালেস্তিনীয়দের জন্য রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সংস্থা’ বা ইউএনডাব্লুআরএ-এর সদস্য ছিলেন। 

রাষ্ট্রপুঞ্জের মুখ্যসচিব আন্তোনিও গুতেরেস নিজের এক্স হ্যান্ডলে জানান, মধ্য গাজা অঞ্চলের একটি স্কুলকে ত্রাণশিবিরে পরিণত করা হয়েছিল, যাতে ১২,০০০ জন শরণার্থী আশ্রয় নিতে পারেন। গত বুধবার ওই শিবিরের উপরেই ইজরায়েল বিমান হানা করে। ওই বিমান হানায় মৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন ওই ৬ জনও। 

‘গাজায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার আইনের এহেন নাটকীয় অবমাননা থামানো দরকার।’


আল-নুসেইরাত শরণার্থী শিবিরের উপর হওয়া এই বিমান হানায় হত অন্তত ১৮ জন প্যালেস্তিনীয়। আহতের সংখ্যাও প্রচুর। 

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ এর ৭ অক্টোবর প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস হামলা চালায় ইজরায়েলের উপর, যাতে প্রাণ হারান সহস্রাধিক ব্যক্তি। এর প্রতিবাদে ইজরায়েল অক্টোবর মাস থেকেই গাজার উপর আক্রমণ করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে প্যালেস্তিনীয়দের উপর, যাতে এযাবৎ প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজারেরও বেশিজন।

ইজরায়েলি বিমান হানায় মৃত ৬ ত্রাণকর্মী। তাঁরা ‘প্যালেস্তিনীয়দের জন্য রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সংস্থা’ বা ইউএনডাব্লিউআরএ-এর সদস্য ছিলেন।

রাষ্ট্রপুঞ্জের মুখ্যসচিব আন্তোনিও গুতেরেস নিজের এক্স হ্যান্ডলে জানান, মধ্য গাজা অঞ্চলের একটি স্কুলকে ত্রাণ শিবিরে পরিণত করা হয়েছিল যাতে ১২,০০০ জন শরণার্থী আশ্রয় নিতে পারেন। গত বুধবার ওই শিবিরের উপরেই ইজরায়েল বিমান হামলা চালায়। ওই বিমান হানায় মৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন ওই ৬ জন ত্রাণকর্মী।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘গাজায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মানবাধিকার আইনের এহেন নাটকীয় অবমাননা থামানো দরকার।’

আল-নুসেইরাত শরণার্থী শিবিরের উপর হওয়া এই বিমান হানায় হত অন্তত ১৮ জন প্যালেস্তিনীয়। আহতের সংখ্যাও প্রচুর।

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ এর ৭ অক্টোবর প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস হামলা চালায় ইজরায়েলের উপর, যাতে প্রাণ হারান সহস্রাধিক ব্যক্তি। এর প্রতিবাদে ইজরায়েল অক্টোবর মাস থেকেই গাজার উপর আক্রমণ করে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে, যাতে এযাবৎ প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজারেরও বেশি মানুষ।