• facebook
  • twitter
Saturday, 11 January, 2025

এবার জুতো-লজ্জায় মুখ লুকোচ্ছে পাকিস্তান, খালি পায়েই বাডি় ফিরতে হল সাংসদদের

ইসলামাবাদ, ২২ এপ্রিল– নানান ছুতোয় ভারতের ক্ষতি করতে সদা প্রস্তুত চিনের অবস্থা তথৈবচই৷ বিশ্বের দরবারে বাড়তে থাকা দেনায় মাথা পর্যন্ত পেঁৗছেছে৷ দেশের অভ্যন্তরে চরম মূল্যবৃদ্ধিতে জনগণের প্রাণ ওষ্ঠাগত৷ তাও ভারতের সঙ্গে লড়তে জঙ্গীদের সাহায্যে সর্বদা এগিয়ে৷ সেই পাকিস্তানই এবার লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না৷ যে কোনও দেশেই গণতন্ত্রের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়

ইসলামাবাদ, ২২ এপ্রিল– নানান ছুতোয় ভারতের ক্ষতি করতে সদা প্রস্তুত চিনের অবস্থা তথৈবচই৷ বিশ্বের দরবারে বাড়তে থাকা দেনায় মাথা পর্যন্ত পেঁৗছেছে৷ দেশের অভ্যন্তরে চরম মূল্যবৃদ্ধিতে জনগণের প্রাণ ওষ্ঠাগত৷ তাও ভারতের সঙ্গে লড়তে জঙ্গীদের সাহায্যে সর্বদা এগিয়ে৷ সেই পাকিস্তানই এবার লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না৷

যে কোনও দেশেই গণতন্ত্রের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় সংসদ৷ পাকিস্তানে এই সংসদেই হচ্ছে চুরি৷ তাও যে জিনিসের চুরির ঘটনা ঘটেছে তা জানার পর মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা৷ কারণ দেশের গুরুত্বপূর্ণ নথি বা প্রতিরক্ষার তথ্য ছেড়ে এবার পাক সংসদ থেকে চুরি হচ্ছে জুতো! সাংসদ থেকে শুরু করে সাধারণ কর্মী৷ পা থেকে জুতো বের করলেই, তা ফুরুৎ হয়ে যাচ্ছে! আসলে পাকিস্তানের সংসদের ভিতরে রয়েছে মসজিদ৷ সেখানে নমাজ  চলার সময় সকলে স্বাভাবিকভাবেই জুতো খুলে প্রবেশ করেন৷ আর এই সুযোগেই পাটির পর পাটি জুতো চুরি করে নিয়েছে চোর৷ সংসদের ভিতর থেকে জুতো চুরি যাওয়ায় শোরগোল পডে় যায়৷ একজন-দুজন নয়, সাংসদ, সরকারি কর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী ও সাংবাদিকদের জুতোও চুরি গিয়েছে৷ কমপক্ষে দুই ডজন জুতো চুরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ বাধ্য হয়েই সাংসদরা খালি পায়ে বাডি় ফেরেন৷

বিষয়টি প্রকাশ্যে আসার পরই যুগ্ম সচিব ও পুলিশ কর্মকর্তাকে এবার জুতো চোরের হদিশ আনার দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে৷ পরিস্থিতি এমন জায়গায় পেঁৗছেছে যে জুতো চুরির ঘটনায় পাকিস্তানি পার্লামেন্টের প্রেস ইনচার্জ উসমান খান বক্তব্য রেখেছেন৷ তিনি বলেছেন যে জুতো চুরি নিয়ে হাসবেন না কাঁদবেন, বুঝতে পারছেন না৷ শত শত নিরাপত্তারক্ষীর মাঝখান থেকেও কীভাবে এতজনের জুতো চুরি হয়ে গেল, তা বুঝেই উঠতে পারছেন না তিনি৷

ভাবুন যে দেশ নিজেদের ভিভিআইপিদের জুতো পর্যন্ত বাঁচাতে পারে না সে কিনা দাবি করে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার৷