• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

অক্টোবর থেকে জাপানের নয়া প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। শুক্রবার, এই সিদ্ধান্ত নিয়েছে দেশের শাসকদল লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এদিন ৬৭ বছর বয়সী শিগেরু ইশিবা দলের ভোট জয়ী হন। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরেই।  ভোটেও তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। চলতি বছরের আগস্টে তিনি জানিয়ে দেন, লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচনের যে ভোট হয়, তাতে তিনি লড়বেন না। তখনই স্পষ্ট হয়ে যায় জাপান নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসতে চলেছে।