কাজাখ শহরে পরপর বিস্ফোরণ, হত ৪ কাজাখ সেনা

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: IANS)

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাজাখস্তান। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ কাজাখ সেনার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার কাবুল। বিমানব্দরে ধারাবাহিক বিস্ফোরণের পর দক্ষিণ কাজাখস্তানে তারাজ শহরে একের পর এক বিস্ফোরণ ঘটে।

শুক্রবার কাগাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে কাজাখ সেনাবাহিনীর চার সদস্যের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত ২৮ জন। তারাজে সেনাভিনির অস্ত্র ভাণ্ডারে আগুন লেগেই অন্তত ছ’টি বিস্ফোরণ ঘটে। কীভাবে এঠই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

তবে এই হামলার পিছনে ইসলামিক স্টেট বা তালিবানের মতাে কোনও গােষ্ঠীর হাত থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিস্ফোরণ ঘটে।


এই আত্মঘাতী হামলার পিছনে ছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের, তার মধ্যে রয়েছে ১৩ জন মার্কিন সেনা।