• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

উন্নতিকে ১ বছর পিছিয়ে দিয়েছে, বলেই কেঁদে ফেললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ২৬ জুলাই– কোটাবিরোধী আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ৷ সেই বিধ্বস্ত পরিস্থিতি দেখেই এবার কেঁদে ভাসালেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বৃহস্পতিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে কার্যত স্তম্ভিত শেখ হাসিনা৷ স্টেশনের ক্ষয়ক্ষতি দেখে আবেগ ধরে রাখতে না পেরে ঘটনাস্থলেই আবেগতাড়িত হয়ে পড়েন হাসিনা৷ জানান, সব কিছু আবার আগের মতো করে তুলতে ১ বছর সময় লাগবে৷

ঢাকা, ২৬ জুলাই– কোটাবিরোধী আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ৷ সেই বিধ্বস্ত পরিস্থিতি দেখেই এবার কেঁদে ভাসালেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বৃহস্পতিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে কার্যত স্তম্ভিত শেখ হাসিনা৷ স্টেশনের ক্ষয়ক্ষতি দেখে আবেগ ধরে রাখতে না পেরে ঘটনাস্থলেই আবেগতাড়িত হয়ে পড়েন হাসিনা৷ জানান, সব কিছু আবার আগের মতো করে তুলতে ১ বছর সময় লাগবে৷

স্টেশন চত্বরের কোথায় কোথায় ভাঙচুর চালানো হয়েছে তা ঘুরে দেখে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাসিনার খেদোক্তি, ‘ঢাকা মেট্রো কি আমি আমার জন্য বানিয়েছি?দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা৷ তিনি বলেন, ‘দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে, সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে৷ এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে৷ কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল, তার থেকে বেশি পূরণ করা হয়েছে৷’
প্রসঙ্গত, গত সপ্তাহখানেক ধরেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ৷ ছাত্র আন্দোলনে রক্তাক্ত দেশের একাধিক অংশ৷ শাসকদল আওয়ামি লিগের অভিযোগ, এই আন্দোলনে মুখোশের আড়ালে উসকানি দিয়েছে ও সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছে জামাত ও বিএনপি৷ আর তারই জেরে এখনও পর্যন্ত ঝরেছে ১৯৭টি প্রাণ৷ হাসপাতালে চিকিৎসা চলছে বহু ব্যক্তির৷ সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক৷