• facebook
  • twitter
Friday, 1 November, 2024

মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান সত্য নাদেলা 

মাইক্রোসফট কর্পোরেশনের তরফে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলাকে চেয়ারম্যান হিসেবে ঘােষণা করা হল। এতদিন ওই পদে ছিলেন জন থম্পসন। 

সত্য নাদেলা (Photo: AFP/Getty Images)

মাইক্রোসফট কর্পোরেশনের তরফে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলাকে চেয়ারম্যান হিসেবে ঘােষণা করা হল। এতদিন ওই পদে ছিলেন জন থম্পসন। 

২০১৪ সালে নাদেলা মাইক্রোসফট কর্পোরেশনের সিইও’র দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংস্থার তরফে জানানাে হয়েছে, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের থেকে ২০১৪ সালে থম্পসন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। 

এখন নাদেলাকে চেয়ারম্যান করার পর থম্পসন একজন ডিরেক্ট হিসেবে থাকবেন। বিল গেটল মাইক্রোসফট কোম্পানির বাের্ড থেকে সরে দাঁড়ানাের এক বছরের মাথায় উচ্চপদস্থ এক্সিকিউটিভ পর্যায়ে রদবদল করা হল।