জওয়াহিরির পর এবার আল কায়দার হাল সামলাবে সইফ আল-আদেল

প্রতীকী ছবি (photo:IN)

ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি। লাদেনের মৃত্যুর পরে আল কায়দার হাল ধরেছিল আয়মান আল-জওয়াহিরি।

কিন্তু সোমবার মার্কিন ড্রোন হানায় তার মৃত্যুর পর এখন সব থেকে বড় প্রশ্ন আল কায়দার রাশ সামলাতে এবার কে এগিয়ে আসবে?

ওয়াকিবহাল মহলের মতে, জওয়াহিরির পরে আরও এক মিশরীয়ই সম্ভবত এই দায়িত্ব পাচ্ছে।


প্রাক্তন মিশরীয় সেনানায়ক সইফ আল-আদেল। আল কায়দার অন্যতম প্রতিষ্ঠাতা এই জঙ্গি নেতাকেই বসানো হতে পারে আল কায়দার মাথায়।

মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, গত শতকের আটের দশকে মক্তব আল-খিদমত জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছিল আদেল। পরে তার সঙ্গে আলাপ হয় লাদেন ও জওয়াহিরির।

২০০১ সাল থেকে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ঢুকে পড়ে সেও। লাদেনের নিরাপত্তা ছিল তার উপরে। ১৯৯৩ সাল থেকেই তাকে খুঁজছে আমেরিকা।

এই মুহূর্তে আদেল ইরানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সেখান থেকেই আল কায়দার দায়িত্ব সামলাচ্ছিল সে। তবে অন্য একটি মত, ইরান নয় সিরিয়ায় রয়েছে এই জঙ্গি নেতা।

এক সময় পাকিস্তান, সোমালিয়া, সুদান ঘুরে ঘুরে তরুণ জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে বেড়াত সে। লাদেনের মৃত্যুর পর থেকেই আল কায়দার অন্যতম মাথা হয়ে উঠেছিল আদেল।